মোঃ ফয়সাল চৌধুরী
অধ্যক্ষ, পূর্বাচল আদর্শ কলেজ, নারায়নগঞ্জ।
জন্মতারিখ : ২২ জুন ১৯৮৯
মোঃ ফয়সাল চৌধুরী ১৯৮৯ সালের ২২ জুন গাজীপুর জেলায় জন্মগ্রহণ করেন। ২০০৪ সালে গাজীপুরের নোয়াগাও এম, এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এস এস সি এবং ২০০৬ সালে পুবাইল আদর্শ কলেজ থেকে মানবিক বিভাগ থেকে জেলা পর্যায়ে প্রথম হয়ে এইচ এস সি পরীক্ষায় পাশ করেন। জাতীয় বিশ্ববিদ্যািয়ের অন্তর্ভুক্ত সরকারী তিতুমির কলেজ থেকে ২০১১ সালে অর্থনীতি বিষয়ে স্নাতক (সম্মান) এবং ২০১২ সালে অর্থনীতি এবং আই,সি,টি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ২০১৩ সালে প্রাইম এসিয়া বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে প্রভাষক পদে যোগদান করেন।২০১৪ সালে পূর্বাচল আদর্শ কলেজে অর্থনীতি বিষয়ে প্রভাষক পদে যোগদান করেন । ২০১৬ সালের নভেম্বরে অধ্যক্ষ পদে পদোন্নতি লাভ করেন।
মোঃ ফয়সাল চৌধুরী ঢাকা জেলার ই,হক কোচিং সেন্টারে, ইংলিশ ওয়ার্ল্ডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। তিনি গাজিপুরস্থ টঙ্গীতে সোনালী সকাল নামক একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক। তিনি রোটারি ইন্টার ন্যাশনাল জেলা ৩২৮১ এর অধিনস্ত রোটার্যাক্ট ক্লাব অফ টঙ্গীর ২০১৯-২০ এর সভাপতি ছিলেন। এছাড়া ও তিনি রোটারির বিভিন্ন প্রশিক্ষনে দেশ বিদেশ ভ্রমন করেন । তিনি স্কাউটের বেসিক কোর্স, ময়মনসিংহ এর এইচ,এস,টি,ট,আই তে অধ্যক্ষের প্রশিক্ষন সহ, নায়েমে বিষয় ভিত্তিক, গাজীপুর ও নারায়নগঞ্জ জেলা উপজেলায় বিভিন্ন সময়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
তিনি একজন জনকল্যাণমুখী ব্যক্তিত্ত। মানুষের সার্বিক সেবা করাই তাঁর লক্ষ্য।