PURBACHAL ADARSHA COLLEGE
EIIN-136557
News:
প্রতিষ্ঠানটি ২০১০ সালের ১ জানুয়ারি এলাকার কৃতি সন্তান জনাব মোঃ ছফির উদ্দিন আকন্দ সাহেবের নেতৃত্বে যাত্রা শুরু করে। পরবর্তীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড, ঢাকা এর অনুমোদনক্রমে জনাদ মোঃ ছফির উদ্দিন আকন্দ সাহেবকে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।